Web Analytics

পাবনা জেলার চাটমোহর উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, রোববার সন্ধ্যা ও রাত ৯টার দিকে দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে গুনাইগাছা পূর্বপাড়া গ্রামের মোবারক প্রামাণিকের ছেলে জাকিরুল ইসলাম (৩২) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে বিলচলন ইউনিয়নের বোথর মধ্যপাড়া গ্রামে বেলাল প্রামাণিকের ছেলে সোহেল রানা (২২) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।

তদন্তের অগ্রগতি বা অন্য কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

05 Jan 26 1NOJOR.COM

পাবনার চাটমোহরে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

নিউজ সোর্স

ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০: ১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১১: ১১
উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
চটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম