পাবনা জেলার চাটমোহর উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, রোববার সন্ধ্যা ও রাত ৯টার দিকে দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে গুনাইগাছা পূর্বপাড়া গ্রামের মোবারক প্রামাণিকের ছেলে জাকিরুল ইসলাম (৩২) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে বিলচলন ইউনিয়নের বোথর মধ্যপাড়া গ্রামে বেলাল প্রামাণিকের ছেলে সোহেল রানা (২২) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।
তদন্তের অগ্রগতি বা অন্য কোনো সন্দেহভাজনকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
পাবনার চাটমোহরে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুইজন আটক