ট্রাম্পের ‘মেগা বিলের’ বিরুদ্ধে মাস্কের তীব্র আক্রমণ
বিশ্বখ্যাত বিলিয়নিয়ার ইলন মাস্ক শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেগা বাজেট বিলের’ বিরুদ্ধে নতুন করে কড়া সমালোচনায় মেতেছেন। তিনি বিলটিকে “চূড়ান্তভাবে উন্মাদ” বলে আখ্যায়িত করেন।একই সঙ্গে সতর্ক করে বলেন, এটি আমেরিকাকে “ঋণের দাসত্বে” ঠেলে দেবে এবং কোটি কোটি মানুষের চাকরি ধ্বংস করবে।