ইলন মাস্ক শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেগা বাজেট বিলটিকে “চূড়ান্তভাবে উন্মাদ” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, 'এটি আমেরিকাকে “ঋণের দাসত্বে” ঠেলে দেবে এবং কোটি কোটি মানুষের চাকরি ধ্বংস করবে।' এক সময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও মাস্ক ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয় চলতি জুন মাসের শুরুতে। যখন ট্রাম্প কর ও ব্যয় বিল পেশ করেন। আর মার্কিন সিনেটে রিপাবলিকানরা অল্প ব্যবধানে বিলটির একটি প্রাথমিক ধাপ ৫১-৪৯ ভোটে পাশ করিয়ে নিয়েছে। মাস্ক বলেন, অতীতের শিল্পগুলোর” পৃষ্ঠপোষকতা করছে, অথচ ভবিষ্যতমুখী খাত যেমন নবায়নযোগ্য শক্তি ও প্রযুক্তি খাতকে উপেক্ষা করছে এই বিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।