ট্রাম্পের মন জয় করতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিতে যাচ্ছেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এ বৈঠকে মোদি শুল্ক ছাড়, নতুন বাণিজ্য চুক্তি এবং চীনের বিষয়ে সহযোগিতার প্রস্তাব নিয়ে আসছেন বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের সমর্থন অর্জনের লক্ষ্যেই মোদি এসব উদ্যোগ নিয়েছেন। খবর রয়টার্সের।