ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে মোদি শুল্ক ছাড়, নতুন বাণিজ্য চুক্তি এবং চীনের বিষয়ে সহযোগিতার প্রস্তাব নিয়ে আসছেন বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের সমর্থন অর্জনের লক্ষ্যেই এসব উদ্যোগ নিয়েছেন বলে খবর রয়টার্সের। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের ওপর শুল্কের চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের জন্য নতুন বাণিজ্য চুক্তি, বিনিয়োগ এবং আইন প্রয়োগে সহযোগিতা আদায়ে কাজ করছেন। ট্রাম্প ভারতকে এর আগে "বাণিজ্যের বড় অপব্যবহারকারী" অভিহিত করে দেশটির স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পে বাড়তি শুল্ক আরোপ করেছেন।