৬ দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে ‘জাস্টিস ফর বিডিআর’ কর্মসূচি পালন করছে বিডিআর সদস্য ও তাদের স্বজনরা।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি পালন করছে বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চেয়েছেন তারা। এই সময়ে তারা ষড়যন্ত্রমূলক তদন্ত ও পাতানো রায় মানেন না বলে জানান। বিডিআর নাম ফিরিয়ে আনা, স্বাধীন তদন্ত করে মূল হোতাদের বিচার এবং পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করার দাবিও জানিয়েছেন।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে ‘জাস্টিস ফর বিডিআর’ কর্মসূচি পালন করছে বিডিআর সদস্য ও তাদের স্বজনরা।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।