চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ছয় দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনারে জাস্টিস ফর বিডিআর কর্মসূচি পালন করছে বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চেয়েছেন তারা। এই সময়ে তারা ষড়যন্ত্রমূলক তদন্ত ও পাতানো রায় মানেন না বলে জানান। বিডিআর নাম ফিরিয়ে আনা, স্বাধীন তদন্ত করে মূল হোতাদের বিচার এবং পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করার দাবিও জানিয়েছেন।