হজ ও ওমরাহ মেলায় বিশেষ ছাড়
২০২৬ সালের হজ পালনে আগ্রহীদের নিবন্ধনে ভোগান্তি ও দালালদের হয়রানি কমাতে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা চলছে। মেলা উপলক্ষ্যে বিশেষ ছাড় ও নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। শুক্রবার মেলায় ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড় ছিল। আগ্রহী হজ ও ওমরাযাত্রীরা বিভিন্ন স্টল পরিদর্শন করে অগ্রিম বুকিং দিতেও দেখা গেছে। ছুটির দিন হওয়ায় মানুষের উপস্থিতিতে জমে উঠেছে মেলা। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।