২০২৬ সালের হজ পালনে আগ্রহীদের নিবন্ধনে ভোগান্তি ও দালালদের হয়রানি কমাতে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা চলছে। মেলা উপলক্ষ্যে বিশেষ ছাড় ও নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মেলায় উপচে পড়া ভীড় দেখা গেছে। হাব-এর আয়োজিত এ মেলা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাস্থল খোলা থাকছে। উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র হজ ও ওমরায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এছাড়া হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে হজযাত্রীদের সঙ্গে সরকার নিবন্ধিত এজেন্সির যোগসূত্র তৈরি করা। হজে আগ্রহীরা এজেন্সি থেকে পছন্দের প্যাকেজ নিয়ে ২০২৬ সালের হজে প্রতারণা ও হয়রানি মুক্তভাবে হজ পালন করতে পারেন।