নির্বাচন ঘিরে রেকর্ড দামে চায়ের নিলাম
দীর্ঘদিন ধরে দেশে চা খাতে মন্দা ভাব। উৎপাদন খরচের তুলনায় বিক্রিমূল্য কম থাকায় লোকসান করে অনেক প্রতিষ্ঠান। তাই চলতি বছরের মাঝামাঝিতে ন্যূনতম নিলাম মূল্যস্তর সংশোধন করে কিছুটা বাড়িয়ে দেয় সরকার। এতে চায়ের গড় দাম বাড়লেও বিক্রির হার ছিল আগের মতোই। তবে ত্র