দীর্ঘদিনের মন্দা কাটিয়ে দেশের চা খাতে নতুন প্রাণ ফিরেছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। সাম্প্রতিক তিনটি নিলামে প্রায় ৯০ শতাংশ চা সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড। সর্বশেষ নিলামে প্রতি কেজি চা বিক্রি হয়েছে গড়ে ২৬৫ টাকা ৬ পয়সায়, আগের বছরের তুলনায় প্রায় ৪৭ টাকা বেশি। ইস্পাহানি, আবুল খায়ের, মেঘনা ও অন্যান্য বড় ব্র্যান্ড নির্বাচনের আগে চা ক্রয় ও মজুদে ব্যস্ত রয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী মৌসুমে চায়ের চাহিদা বেড়েছে, উৎপাদন কমেছে এবং ন্যূনতম নিলামমূল্য সংশোধনের প্রভাব মিলিয়ে বাজারে অস্বাভাবিক চাঙ্গাভাব দেখা দিয়েছে। এ বছর উৎপাদন গত বছরের তুলনায় অন্তত ১০ শতাংশ কম, যা দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, নির্বাচনী সময়ে গ্রামীণ ও শহুরে অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি হয়, যার প্রভাব চা বাজারেও পড়ে। তবে স্থায়ী উন্নতির জন্য উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজার বিবেচনায় দীর্ঘমেয়াদি নীতিসহায়তা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।