সিদ্ধিরগঞ্জে মামলা হয়েছে ৫৪টি, বিচার না পাওয়ার শঙ্কায় নিহতদের পরিবার
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানের ন্যায় উত্তাল ছিল সিদ্ধিরগঞ্জও। শতশত রাউন্ড গুলি ও প্রশাসনের একাধিক বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার ভয়াবহ সংঘর্ষে নিহত হয় বহু নিরীহ মানুষ। যার মধ্যে ছিলেন ছাত্র, দিনমজুর ও সাধারণ জনগণ। সেই রক্তক্ষয়ী সংঘর্ষগুলো এবং আহত-নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে এ পর্যন্ত (৩ আগস্ট) মামলা হয়েছে ৫৪টি।