গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো এবং আহত-নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে এ পর্যন্ত মামলা হয়েছে ৫৪টি। এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ বিগত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীসহ কয়েকশত ব্যক্তিকে। সেই সাথে মামলায় ব্যক্তিগত রেষারেষির জায়গা থেকেও আসামি করা হয়েছে কাউকে কাউকে। মামলাগুলোর আসামিদের মধ্যে শুধু ৬৮ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলার চার্জশীট দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহীনুর আলম।