বিয়ের হার কমায় নতুন দম্পতিদের নগদ ভাউচার দিচ্ছে চীনের নিংবো
চীনে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দম্পতিদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পূর্বাঞ্চলীয় শহর নিংবো। শহরটির সিভিল অ্যাফেয়ার্স বিভাগ তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, নতুন বিবাহিত দম্পতিরা মোট ১,০০০ ইউয়ান (প্রায় ১৪১ ডলার/১০৭ পাউন্ড) মূল