Web Analytics

চীনের পূর্বাঞ্চলীয় শহর নিংবো দেশে বিয়ের হার কমে যাওয়ার প্রেক্ষাপটে নবদম্পতিদের উৎসাহিত করতে নগদ ভাউচার দেওয়ার উদ্যোগ নিয়েছে। শহরটির সিভিল অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, নতুন বিবাহিত দম্পতিরা মোট ১,০০০ ইউয়ান (প্রায় ১৪১ ডলার বা ১০৭ পাউন্ড) মূল্যের আটটি ভাউচার পাবেন, যা বিয়ের ফটোগ্রাফি, অনুষ্ঠান আয়োজন, হোটেল, কেনাকাটা ও অন্যান্য বিয়ে-সংশ্লিষ্ট খাতে ব্যবহার করা যাবে। সীমিত সংখ্যক এই ভাউচার ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বিতরণ করা হবে। একই ধরনের উদ্যোগ পূর্ব চীনের আরও কয়েকটি শহর—যেমন হাংঝৌ ও পিংহু—বছরের শেষ পর্যন্ত চালু করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর চীনে ৬১ লাখের বেশি দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় এক-পঞ্চমাংশ কম। বিশ্লেষকরা শিশুপালন ও শিক্ষার উচ্চ ব্যয়কে বিয়ের হার কমার প্রধান কারণ হিসেবে দেখছেন। সরকার ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ‘ভালোবাসা শিক্ষা’ ও উপযুক্ত বয়সে বিয়ে ও সন্তান নেওয়ার সহায়তা বৃদ্ধির নির্দেশ দিয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।