Web Analytics

সনি জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে তারা ৩৯ লাখ প্লেস্টেশন ফাইভ (পিএস৫) বিক্রি করেছে। ২০২০ সালে উন্মোচনের পর থেকে কনসোলটির মোট বিক্রি দাঁড়িয়েছে ৮ কোটি ৪২ লাখে। নতুন ভিডিও গেম ‘ঘোস্ট অব ইয়োতেই’ প্রকাশের পর পিএস৫-এর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, গেমটি এক মাসে বিক্রি হয়েছে ৩৩ লাখ কপি। পাশাপাশি সনির অনলাইন গেমিং ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্লেস্টেশন নেটওয়ার্ক’-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। এসব তথ্য সনির গেমিং বাজারে শক্ত অবস্থান ও প্লেস্টেশন ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও একবার প্রমাণ করেছে।

14 Nov 25 1NOJOR.COM

নতুন গেমের চাহিদায় পাঁচ বছরে সনির পিএস৫ বিক্রি ৮ কোটি ৪২ লাখে পৌঁছেছে

নিউজ সোর্স

পাঁচ বছরে প্রায় সাড়ে ৮ কোটি পিএস৫ বিক্রি করেছে সনি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৯ লাখ প্লেস্টেশন ফাইভ (পিএস৫) বিক্রি করেছে সনি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৩৯ লাখ প্লেস্টেশন ফাইভ (পিএস৫) বিক্রি করেছে সনি। ২০২০ সালে উন্মোচনের পর এখন পর্যন্ত কনসোলটির মোট বিক্রি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।