Web Analytics

সনি জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে তারা ৩৯ লাখ প্লেস্টেশন ফাইভ (পিএস৫) বিক্রি করেছে। ২০২০ সালে উন্মোচনের পর থেকে কনসোলটির মোট বিক্রি দাঁড়িয়েছে ৮ কোটি ৪২ লাখে। নতুন ভিডিও গেম ‘ঘোস্ট অব ইয়োতেই’ প্রকাশের পর পিএস৫-এর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, গেমটি এক মাসে বিক্রি হয়েছে ৩৩ লাখ কপি। পাশাপাশি সনির অনলাইন গেমিং ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্লেস্টেশন নেটওয়ার্ক’-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। এসব তথ্য সনির গেমিং বাজারে শক্ত অবস্থান ও প্লেস্টেশন ব্র্যান্ডের জনপ্রিয়তা আরও একবার প্রমাণ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।