পাকিস্তানে বন্যা: দাফনের মতো লোকও নেই এক গ্রামে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া আকস্মিক বন্যা-ভূমিধসে বিধ্বস্ত । সরকারি হিসাবে প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও বন্যার কারণে গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৪০ ছাড়িয়ে গেছে। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং প্রাণহাণী হয়েছে বুনের জেলায়। বুনেরের পীর বাবা সাহেব উপজেলার বেশন্ত্রি নাম একটি গ্রামে ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। সেখানে মৃতদের জানাজা ও দাফনের ব্যবস্থা করার জন্য গ্রামটিতে কোনো মানুষ ছিল না। এসব কাজে পাশের গ্রামের মানুষদের সাহায্যে করতে হয়েছে।