খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় হঠাৎ বন্যা ও ভূমিধসে গ্রামগুলি ধ্বংসপ্রাপ্ত, বিশেষ করে বেশন্ত্রি গ্রামে। বাড়িঘর ধ্বংস ও বহু মানুষ নিখোঁজ। স্থানীয় ইমাম মাওলানা আব্দুল সামাদসহ কয়েকটি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত। প্রতিবেশী গ্রাম ও কর্তৃপক্ষের উদ্ধার দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। ভারী বৃষ্টিপাত সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাংলা ও বটগ্রামে ক্ষতি করেছে। বাজাউরে ত্রাণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত। হাজার হাজার মানুষ আশ্রয়হীন এবং জরুরি সহায়তার প্রয়োজন।
পাকিস্তান বন্যা: বুনেরের পীর বাবা সাহেব উপজেলার বেশন্ত্রি গ্রাম ধ্বংসপ্রাপ্ত, জনশূন্য