Web Analytics

ব্রিটিশ রাজপরিবারের পুরস্কার নিতে লন্ডন আগমন উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শত শত মানুষ জড়ো হন। সামাজিক ও মানবাধিকার সংগঠনের আয়োজনে সমাবেশটি পরিণত হয় এক উৎসবমুখর সংহতিতে। অংশগ্রহণকারীরা শাসন ব্যবস্থার সংস্কার, অতীতের হত্যাকাণ্ডের বিচার এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান। নিষিদ্ধ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করে, আর শুক্রবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।

11 Jun 25 1NOJOR.COM

লন্ডনের আলতাব আলী পার্কে ড. ইউনূসকে অভূতপূর্ব সংবর্ধনা

নিউজ সোর্স

আলতাব আলী পার্কে ছিল অভূতপূর্ব ইউনূস সংহতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রীতিমত মানুষের ঢল নেমেছিল। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিত যেন আনন্দ উৎসবে রূপ নিয়েছিল। যুক্তরাজ্যে রাজনৈতিক দলের ডাকে অনেক সমাবেশ হয় এই পার্কে। এভাবে সর্বস্তরের মানুষের সমাবেশ অতীতে তেমন একটা দেখা যায়নি। শুধুমাত্র ৫ আগস্ট হাসিনার পলায়নের পর নিজ উদ্যোগে এভাবে মানুষ এসেছিলেন এখানে সমবেত আনন্দ উৎসব করতে। গতকাল এসেছেন, ৫ আগস্ট গণঅভ্যূত্থানে গঠিত সরকার প্রধানকে স্বাগত জানাতে।