ব্রিটিশ রাজপরিবারের পুরস্কার নিতে লন্ডন আগমন উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শত শত মানুষ জড়ো হন। সামাজিক ও মানবাধিকার সংগঠনের আয়োজনে সমাবেশটি পরিণত হয় এক উৎসবমুখর সংহতিতে। অংশগ্রহণকারীরা শাসন ব্যবস্থার সংস্কার, অতীতের হত্যাকাণ্ডের বিচার এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান। নিষিদ্ধ আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করে, আর শুক্রবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে।