পার্বত্য চট্টগ্রামে সরকারি গুদাম অপ্রতুল : সার মজুদ রাখতে বিএডিসিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ
সার মজুদের জন্য চট্টগ্রামে সরকারি গুদাম রয়েছে আটটি। এসব গুদামে সাড়ে ১৬ হাজার টন সার রাখার সক্ষমতা থাকলেও মজুদ রাখা হচ্ছে ২৮ হাজার টন। ডিসেম্বরের মধ্যে তিনটি গুদাম ভেঙে ফেলা হবে, যার কারণে সার মজুদে বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি গুদামে সার মজুদ রাখতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন গুদাম নির্মাণকাজে ধীরগতির কারণে সামনে আরো সংকট বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।