Web Analytics

সরকারি গুদাম সংকটে চট্টগ্রামে মারাত্মক সার সংরক্ষণ সমস্যায় পড়েছে বিএডিসি। ১৬,৫০০ টনের ধারণক্ষমতার স্থানে এখন ২৮,০০০ টন সার রাখা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে তিনটি গুদাম ভেঙে ফেলা হবে। নতুন গুদাম নির্মাণে ধীরগতি সমস্যাকে আরও বাড়াচ্ছে। ৬০,০০০ টন টিএসপি বহনকারী দুটি জাহাজ সাগরে আটকে অতিরিক্ত খরচ তৈরি করছে। বিএডিসি পরিত্যক্ত পাটকল ব্যবহার প্রস্তাব করলেও বাস্তবায়ন হয়নি। সাপ্লাই চেইন রক্ষা করতে দ্রুত নতুন গুদাম নির্মাণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

12 Jun 25 1NOJOR.COM

চট্টগ্রামে গুদাম সংকটে সার সংরক্ষণের ঝুঁকিতে বিএডিসি

নিউজ সোর্স

n/a 12 Jun 25

পার্বত্য চট্টগ্রামে সরকারি গুদাম অপ্রতুল : সার মজুদ রাখতে বিএডিসিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ

সার মজুদের জন্য চট্টগ্রামে সরকারি গুদাম রয়েছে আটটি। এসব গুদামে সাড়ে ১৬ হাজার টন সার রাখার সক্ষমতা থাকলেও মজুদ রাখা হচ্ছে ২৮ হাজার টন। ডিসেম্বরের মধ্যে তিনটি গুদাম ভেঙে ফেলা হবে, যার কারণে সার মজুদে বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি গুদামে সার মজুদ রাখতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন গুদাম নির্মাণকাজে ধীরগতির কারণে সামনে আরো সংকট বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।