Web Analytics
সরকারি গুদাম সংকটে চট্টগ্রামে মারাত্মক সার সংরক্ষণ সমস্যায় পড়েছে বিএডিসি। ১৬,৫০০ টনের ধারণক্ষমতার স্থানে এখন ২৮,০০০ টন সার রাখা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে তিনটি গুদাম ভেঙে ফেলা হবে। নতুন গুদাম নির্মাণে ধীরগতি সমস্যাকে আরও বাড়াচ্ছে। ৬০,০০০ টন টিএসপি বহনকারী দুটি জাহাজ সাগরে আটকে অতিরিক্ত খরচ তৈরি করছে। বিএডিসি পরিত্যক্ত পাটকল ব্যবহার প্রস্তাব করলেও বাস্তবায়ন হয়নি। সাপ্লাই চেইন রক্ষা করতে দ্রুত নতুন গুদাম নির্মাণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Card image

Related Videos

logo
No data found yet!