ফরিদপুরে পাটের উৎপাদন ছাড়াতে পারে দুই লাখ টন
গত এক মাসের টানা ভারি বর্ষণে পানিতে ভরে উঠেছে ফরিদপুর এলাকার নিচু জমি, খানাখন্দ ও পুকুরগুলো, যা পাট পচানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। কৃষকরা বলছেন, পর্যাপ্ত পানি পাওয়ায় এবার পাটের আঁশ হবে উন্নত মানের ও উজ্জ্বল রঙের। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় দুই লাখ টনের বেশি পাট উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারদর ছাড়াতে পারে ২ হাজার কোটি টাকা।