ফরিদপুরে টানা বৃষ্টিতে পাট পচনের আদর্শ পরিবেশ তৈরি হওয়ায় এবার উন্নত মানের পাট উৎপাদনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। চলতি মৌসুমে উৎপাদন দুই লাখ টন ছাড়াতে পারে, যার বাজারমূল্য ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। জেলার আটটি উপজেলায় ৮৬ হাজার হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে, যেখানে জড়িত আছেন পাঁচ লাখের বেশি কৃষক। শুরুতে খরার শঙ্কা থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ও আঁশের মান ভালো হয়েছে। এতে ফরিদপুর দেশের শীর্ষ পাট উৎপাদক জেলা হিসেবে আরও এগিয়ে যাবে।
ফরিদপুরে অনুকূল পরিবেশে পাট পচন, উৎপাদন ছাড়াতে পারে দুই লাখ টন