পুতিনকে জব্দ করতে আরও কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর জন্যই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে জড়িত কর্মকর্তারা।