চোরা শিকারিরা সক্রিয় হয়ে ওঠায় বনবিভাগ পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি
পরপর দুটি অগ্নিকাণ্ড ও ঈদকে সামনে রেখে চোরা শিকারিরা সক্রিয় হয়ে ওঠায় বনবিভাগ পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে। গত দুই সপ্তাহে পৃথক ঘটনায় প্রায় আট মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসব কারণে সীমিত করা হয়েছে বনরক্ষীদের ঈদের ছুটি।