পরপর দুটি অগ্নিকাণ্ড ও ঈদকে সামনে রেখে চোরা শিকারিরা সক্রিয় হয়ে ওঠায় বনবিভাগ পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে। গত দুই সপ্তাহে প্রায় আট মণ হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসব কারণে সীমিত করা হয়েছে বনরক্ষীদের ঈদের ছুটি। এসিএফ রানা দেব বলেন, ঈদকে সামনে রেখে চোরা শিকারিদের ধরতে সুন্দরবনের সব টহল ফাঁড়ি ও স্টেশনের বন কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। বনরক্ষীরা তাদের টহল কার্যক্রম জোরদার করেছেন।