‘বৈষম্যবিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি’
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশসহ নাগরিকদের সমঅধিকার নিশ্চিতের জন্য এ আন্দোলন হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবারও যুদ্ধ করতে হবে। সংগ্রাম করতে হবে। মাঠে নামতে হবে। জুলুম অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।