চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলন নির্বাচন বা ক্ষমতা দখলের উদ্দেশ্যে হয়নি, বরং এটি নাগরিক অধিকার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। নরসিংদীতে এক সমাবেশে তিনি বলেন, ইসলাম এলে কেউ না খেয়ে থাকবে না, বরং সবার জন্য সুবিধা নিশ্চিত হবে। ফয়জুল করীম বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? ৯২ শতাংশ মুসলমানদের দেশে ইসলাম আসবে।