কেন্টাকিতে ইউপিএস বিমানের দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত, ১১ জন আহত; গভর্নরের আশঙ্কা মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারে
তিনজন আরোহী নিয়ে একটি বড় ইউপিএস কার্গো বিমান মঙ্গলবার কেন্টাকির লুইসভিল শহরের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়, এতে অন্তত তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গভর্নর জানান, এই সংখ্যা আরও বাড়তে পারে। ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৫:১৫ মিনিটে বিমানটি হোনোলুলুর উদ্দেশে রওনা হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।