Web Analytics

মঙ্গলবার সন্ধ্যায় কেন্টাকির লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়, এতে অন্তত তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, উদ্ধার অভিযান চলার কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে। ১৯৯১ সালে নির্মিত ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের বিমানটি হোনোলুলুর পথে ছিল যখন বিকেল ৫:১৫-এ বাম ডানায় আগুন ধরে যায়। ভিডিওতে দেখা গেছে, বিমানটি সামান্য উড়ে পুনরায় মাটিতে আছড়ে পড়ে বিশাল অগ্নিগোলকে বিস্ফোরিত হয়। রানওয়ের পাশে থাকা একটি ভবনের ছাদ আংশিকভাবে ধ্বংস হয়েছে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানান, বিমানের বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধারকাজে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের উত্তরাংশ থেকে ওহাইও নদী পর্যন্ত এলাকায় "শেল্টার ইন প্লেস" নির্দেশ জারি করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ইউপিএস হাবটি আপাতত কার্যক্রম স্থগিত করেছে। কর্তৃপক্ষ এলাকাবাসীদের ঘরে থাকার এবং জরুরি রাস্তা খালি রাখার অনুরোধ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।