ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা
চলতি শিক্ষাবর্ষের এক মাস চার দিন অতিবাহিত হয়েছে। এখনো বিনা মূল্যের প্রায় ১৮ পাঠ্যবই ছাপানো হয়নি। সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই না পৌঁছালেও বাজারে গাইড বইয়ের ছড়াছড়ি। গত ১৫ বছর ধরে অবৈধ গাইড বইয়ের রমরমা বাণিজ্য করে আসছে লেকচার, পাঞ্জেরী, এডভান্সড, পপি, অনুপম, জননী, জুপিটারসহ ৫০টি পাবলিকেশন্স। এদের অধিকাংশই বরাবরের মতো এবারও পাঠ্যবই ছাপানোর কাজও পেয়েছে। কিন্তু তাদের অধিকাংশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা উপেক্ষা করে পাঠ্যবইকে গুরুত্ব না দিয়ে গাইড বই ছাপানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন করে বাজারে তা সরবরাহ করেছে। ‘একের ভেতর সব’ শিরোনামে খোলস পালটে অবৈধ গাইড বইয়ের নামকরণ করা হয়েছে ‘সহায়ক বই’, ‘অনুশীলন মূলক বই’।