চলতি শিক্ষাবর্ষের ১ মাস ৪ দিন পার হয়ে গেছে। এখনো ছাপানো হয়নি বিনা মূল্যের প্রায় ১৮ পাঠ্যবই। লেকচার, পাঞ্জেরি, এডভান্সড, পপির মতো ৫০টি পাবলিকেশনন্স বই ছাপানোর দায়িত্ব পেলেও এনসিটিবির নির্দেশনাকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব দিয়েছে গাইড বই ছাপানোর কাজে। 'একের ভিতর সব' অনুশীলনমূলক বইয়ের নামে বাজার সয়লাব করে ফেলেছে অবৈধ গাইড বই দিয়ে। শিক্ষাবিদরা একে মুখস্থ নির্ভরতা বাড়বে বলে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। প্রাথমিক ও মাধ্যমিকে মোট শিক্ষার্থী ৪ কোটি ৩৪ লাখের বেশি। চাহিদা ৪০ কোটি ১৫ লাখ পাঠ্যবই। কাগজ সংকটের কারণে দৈনিক ৪০ লাখ বই উৎপাদনের সক্ষমতা থাকলেও উৎপাদন করা যাচ্ছে ২০ লাখের মতো। এদিকে বই সংকটের পর নীলক্ষেত ও বাংলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পাঠ্যবই।