বিগত সরকারের ঋণ ৩৮ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ
বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে বিগত সরকারের নেওয়া ঋণের দায় পড়েছে বর্তমান সরকারের ওপর। বিগত সরকার বিভিন্ন খাত থেকে ঋণ নিয়ে তা লুটপাট ও বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার নতুন ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করছে। ফলে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের ব্যয় কমলেও এবং কৃচ্ছ্রসাধনের পরও সরকারকে নতুন ঋণ নিতে হচ্ছে। বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক খাত থেকে ঋণ নিলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় কোনো ঋণ নিচ্ছে না। বরং আগের সরকারের নেওয়া ঋণ এখন পরিশোধ করছে।