বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে বিগত সরকারের নেওয়া ঋণের দায় পড়েছে বর্তমান সরকারের ওপর। যার সবই পাচার করে দিয়েছে আওয়ামী লুটেরারা। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করেছে ৫৮ হাজার ৬৭০ কোটি টাকা। এছাড়া লুটপাটের কারণে তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোকে ছাপানো টাকায় ২২ হাজার ৫০০ কোটি টাকা জোগান দিয়েছে। ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও নন-ব্যাংক খাতে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা।