ঢাকায় হামজা যে নজির গড়েছিলেন, ইংল্যান্ডে ‘হুবহু’ তাই করলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী
বিশ্বজয়ী ক্রিশ্চিয়ান রোমেরোর ও পর যেন ফরোয়ার্ড ভর করে বসেছিল। টটেনহ্যাম দুবার পিছিয়ে পড়েছিল, দুই বারই তিনি গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন। শেষ বার যখন গোলটা করলেন, তখন আবার বাংলাদেশিদের মনে করিয়ে দিলেন ২০ দিন আগের দারুণ এক স্মৃতি। ঢাকার মাঠে নেপালের বি