Web Analytics

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ক্রিশ্চিয়ান রোমেরো ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে নিউক্যাসলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। দুইবার পিছিয়ে পড়েও রোমেরোর দুই গোলেই টটেনহাম ম্যাচটি ২–২ গোলে ড্র করে। ইনজুরি টাইমে তার দ্বিতীয় গোলটি ছিল এক চমকপ্রদ বাইসাইকেল কিক, যা বাংলাদেশের হামজা চৌধুরীর নেপালের বিপক্ষে ঢাকায় করা গোলটির কথা মনে করিয়ে দেয়। ৭১ মিনিটে ব্রুনো গিমারেশ নিউক্যাসলকে এগিয়ে দেন, ৭৮ মিনিটে মোহামেদ কুদুসের ক্রসে হেডে প্রথম গোল করেন রোমেরো। ৮৬ মিনিটে আবার পিছিয়ে পড়লেও ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কর্নার থেকে বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ডিফেন্ডার হিসেবে এমন কীর্তি ইউরোপীয় ফুটবলে বিরল, যা রোনালদো, মেসি ও ইব্রাহিমোভিচদের বিখ্যাত গোলের স্মৃতি জাগায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।