কোনোভাবেই ‘পিআর’ পদ্ধতি চায় না বিএনপি: সালাউদ্দিন
কোনোভাবেই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ১৫ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন জানান, বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা হলেও গঠন ও কার্যকারিতা নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। বিএনপি ৩১ দফার ভিত্তিতে উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিল, যেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতিফলন থাকবে। বিএনপির প্রস্তাব ছিল ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের। তিনি আরও জানান, কিছু দল দ্বিকক্ষ পার্লামেন্টের প্রয়োজনীয়তা স্বীকারই করছে না। বৈঠকে সংবিধান সংশোধন নিয়েও আলোচনা হয়।
দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে ঐকমত্য হয়নি, পিআর পদ্ধতি কোনোভাবেই চায় না বিএনপি: সালাহউদ্দিন
কোনোভাবেই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।