বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ১৫ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন জানান, বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা হলেও গঠন ও কার্যকারিতা নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। বিএনপি ৩১ দফার ভিত্তিতে উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিল, যেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতিফলন থাকবে। বিএনপির প্রস্তাব ছিল ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের। তিনি আরও জানান, কিছু দল দ্বিকক্ষ পার্লামেন্টের প্রয়োজনীয়তা স্বীকারই করছে না। বৈঠকে সংবিধান সংশোধন নিয়েও আলোচনা হয়।