Web Analytics

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অ্যাডভোকেট এনামুল হকের দাখিল করা অভিযোগের ভিত্তিতে বরিশালের সিভিল জজ সাব্বির মো. খালিদ এ আদেশ জারি করেন। অভিযোগে বলা হয়েছে, নুর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন এবং তার সমর্থকেরা ২৬ জানুয়ারি হাসান মামুনের নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন।

কমিটি নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় দশমিনায় অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা গ্রহণের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা বা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক আইনি নোটিশ পাননি, তবে নোটিশ পেলে নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।