পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অ্যাডভোকেট এনামুল হকের দাখিল করা অভিযোগের ভিত্তিতে বরিশালের সিভিল জজ সাব্বির মো. খালিদ এ আদেশ জারি করেন। অভিযোগে বলা হয়েছে, নুর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন এবং তার সমর্থকেরা ২৬ জানুয়ারি হাসান মামুনের নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছেন।
কমিটি নুরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় দশমিনায় অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা গ্রহণের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা বা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক আইনি নোটিশ পাননি, তবে নোটিশ পেলে নির্ধারিত সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দেবেন।
পটুয়াখালী-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে নোটিশ