Web Analytics

জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৮তম অধিবেশনে, যুবসমাজের জন্য বাস্তবমুখী উদ্যোগসহ সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, 'বাংলাদেশের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উদ্ভাবন এবং স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানো। এ উদ্যোগগুলো সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে ধাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানসহ সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। পরে ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক উচ্চ-স্তরের পার্শ্ব-অনুষ্ঠানে বক্তৃতা দেন। মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।