Web Analytics

জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৮তম অধিবেশনে, যুবসমাজের জন্য বাস্তবমুখী উদ্যোগসহ সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, 'বাংলাদেশের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উদ্ভাবন এবং স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানো। এ উদ্যোগগুলো সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে ধাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানসহ সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। পরে ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক উচ্চ-স্তরের পার্শ্ব-অনুষ্ঠানে বক্তৃতা দেন। মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

Card image

Person of Interest

logo
No data found yet!