Web Analytics

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৪। আদালত শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেন। বিচারক রবিউল আলম জানান, ফৌজদারী কার্যবিধি অনুযায়ী শুধুমাত্র মৃত্যুদণ্ডযোগ্য মামলায় রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, কিন্তু এই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় শেখ হাসিনা এ সুবিধা পাননি। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দ নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।