Web Analytics

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-৪। আদালত শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেন। বিচারক রবিউল আলম জানান, ফৌজদারী কার্যবিধি অনুযায়ী শুধুমাত্র মৃত্যুদণ্ডযোগ্য মামলায় রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, কিন্তু এই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় শেখ হাসিনা এ সুবিধা পাননি। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দ নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!