বিএনপি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে একটি রিল মেকিং প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রতিযোগিতায় অংশ নিতে দেশ-বিদেশের যেকোনো বয়সের ব্যক্তি এক মিনিটের রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে পারবেন। বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে পরিবার কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ ও ক্রীড়া সহ ১১টি ক্ষেত্র।
ড. মাহদী আমিন জানান, বিজয়ী ১০ জন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। ৩০ শতাংশ জনমত ও ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়নে বিজয়ী নির্ধারণ করা হবে। প্রতিযোগিতা চলবে ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
বিএনপি নেতারা বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা প্রকাশের সুযোগ তৈরি করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরবে।