Web Analytics

বিএনপি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে একটি রিল মেকিং প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রতিযোগিতায় অংশ নিতে দেশ-বিদেশের যেকোনো বয়সের ব্যক্তি এক মিনিটের রিল তৈরি করে বিএনপির ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে পারবেন। বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে পরিবার কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ ও ক্রীড়া সহ ১১টি ক্ষেত্র।

ড. মাহদী আমিন জানান, বিজয়ী ১০ জন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। ৩০ শতাংশ জনমত ও ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়নে বিজয়ী নির্ধারণ করা হবে। প্রতিযোগিতা চলবে ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বিএনপি নেতারা বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা প্রকাশের সুযোগ তৈরি করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরবে।

16 Dec 25 1NOJOR.COM

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যমে রিল প্রতিযোগিতা

Person of Interest

logo
No data found yet!