Web Analytics

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।

প্রতিবছরের মতো এবারও বড়দিনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চার্চ ও জনসমাগম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে ডিএমপি, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।